odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে তিনি নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন :এমপি জোরাম

gazi anwar | প্রকাশিত: ২৬ February ২০১৯ ০৩:১৯

gazi anwar
প্রকাশিত: ২৬ February ২০১৯ ০৩:১৯

ইসলাম ধর্মগ্রহণ করেছেন ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন (৩৯)। ইসলামবিরোধী বই লিখতে গিয়ে তিনি নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম নিয়ে পড়াশুনা করতে গিয়ে শান্তির এ ধর্ম নিয়ে তার ভুল ভাঙে। খবর দিয়েছে ডেইলি সাবাহর।

জানা গেছে, হল্যান্ডে মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। আর তখন থেকেই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করতে থাকেন। পরবর্তীতে ২০১৮ সালের নভেম্বরে ইসলাম ধর্মগ্রহণ করেন ডাচ পার্লামেন্টের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন।

ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি গত সোমবার তিনি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন। দেশটির ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন ভ্যান ক্লাভেরেন। তিনি একই দলের আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করেণ। ডোর্নও ইসলাম ধর্মগ্রহণ করেন।

হল্যান্ডের কট্টর ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স পার্লামেন্টে ইসলামবিরোধী ও বিতর্কিত কার্টুনের পক্ষে সাফাই গাইলে ওই দুই এমপি এর জোরালো প্রতিবাদ করেন। পরবর্তীতে ইসলাম সম্পর্কে জানতে তারা ব্যাপক পড়াশোনা করেন এবং ইসলাম ধর্মগ্রহণ করেন দুই ডাচ এমপি।

Gmnews সুএ



আপনার মূল্যবান মতামত দিন: