odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

স্ট্যান্ড উদ্বোধন করবেন না ধোনী নিজের নামে হওয়ায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ March ২০১৯ ১৭:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ March ২০১৯ ১৭:৪৫

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে সাউথ স্ট্যান্ডের নামকরণ করেছে রাঁচিতে ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের কর্মকর্তারা। ওই স্ট্যান্ডটি উদ্বোধনের জন্য স্বয়ং ধোনিকে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু ধোনি ওই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
আগামীকাল রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচ শুরুর আগে ধোনিকে দিয়ে সাউথ স্ট্যান্ডের উদ্বোধন করতে চেয়েছে রাঁচি ক্রিকেট সংস্থা। এ ব্যাপারে রাঁচি ক্রিকেট সংস্থার সচিব দেবাশিস চক্রবর্তী বলেন, ‘আগামী ৮ মার্চ তৃতীয় ওয়ানডের দিন সাউথ স্ট্যান্ডের উদ্বোধন করতে চেয়েছিলাম। তার জন্য ধোনিকে বলা হয়। কিন্তু ধোনি প্রস্তাব নাকচ করে দেন। ধোনি বলেন, ‘আমি তো এটারই অংশ। ঘরের ছেলে হয়ে নিজের ঘরেই কি আর উদ্বোধন করবো?’
২০১৭ সালের ১৮ অগস্ট সংস্থার শেষ বার্ষিক সাধারণ সভায় স্টেডিয়ামের সাউথ স্ট্যান্ড ধোনির নামে করার সিদ্ধান্ত নেয়া হয়। সাউথ স্ট্যান্ড ধোনির নামে করার উদ্দেশ্য ছিল ড্রেসিংরুমে দিকে যারা বসবেন তাঁরা সামনে তাকালেই যেন সেটি দেখতে পান।



আপনার মূল্যবান মতামত দিন: