ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ মার্চ ২০১৯ ১৫:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ মার্চ ২০১৯ ১৫:৫৮

 

 বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগ থেকে বৃষ্টি শুরু হয়। সেই ধারা পরবর্তীতেও অব্যাহত ছিলো। তাই মাঠেই নামতে পারেননি খেলোয়াড়রা।
শেষ পর্যন্ত স্থানীয় সময় বেলা ৩টায় মাঠ পরিদর্শন শেষে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে। তাই টস ছাড়াই প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়।
হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: