odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

নিরাপদে টাইগারর ক্রিকেটাররা

Akbar | প্রকাশিত: ১৫ March ২০১৯ ০৯:৩৬

Akbar
প্রকাশিত: ১৫ March ২০১৯ ০৯:৩৬

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুলির শব্দ শোনা গেছে। ঘটনাটিকে ‘মারাত্মক’ বলে বর্ণনা করেছেন দেশটির পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে সংখ্যাটা নিশ্চিত হওয়া যায়নি। অসংখ্য নিহতের শংকা রয়েছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। সেখানে অবস্থান করছেন টাইগারর ক্রিকেটাররা। তারা সবাই নিরাপদ আছেন।

দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলেন, দলের প্রতিটি খেলোয়াড় নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই এখন হোটেলে অবস্থান করছেন।

শহরের মধ্যাঞ্চলে হ্যাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে এ হামলা হয়। পরে আশেপাশের স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: