odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

ক্রাইস্টচার্চ ছেড়েছে টিম টাইগার

Akbar | প্রকাশিত: ১৬ March ২০১৯ ১০:১৯

Akbar
প্রকাশিত: ১৬ March ২০১৯ ১০:১৯

ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শেষ টেস্ট বাতিল হওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

স্থানীয় সময় শনিবার দুপুরে দেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছেড়েছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে তারা পৌঁছাবে বলে জানা গেছে।

হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নূর মসজিদে শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। অনুশীলন শেষে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান ক্রিকেটাররা। মসজিদে পৌঁছতে একটু দেরি হওয়ায় প্রাণে বেঁচে যান মুশফিক-তামিমরা। পরে সেখান থেকে স্টেডিয়াম হয়ে সবাই নিরাপদে হোটেলে ফেরেন।

ভয়াবহ এ সন্ত্রাসী হামলার খবরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। এ শহরেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।



আপনার মূল্যবান মতামত দিন: