ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

'মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল না'

Akbar | প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯ ০৯:৪২

Akbar
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯ ০৯:৪২

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রুশ সংযোগ ছিল না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। রবিবার তিনি এই কথা বলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে (২০১৬) 'ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশ' নিয়ে চলা দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন শনিবার জমা দেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। তদন্তের বিশেষ কৌঁসুলি নিযুক্ত হওয়ার ২২ মাসের মাথায় এ তদন্ত প্রতিবেদন জমা দিলেন মুলার। ওই প্রতিবেদনের সারসংক্ষেপ তৈরি করে মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে।

উইলিয়াম বারের তৈরি করা সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, ‘কোন মার্কিন নাগরিক বা মিঃ ট্রাম্পের প্রচারণা দলের কোন সদস্য রাশিয়ার সঙ্গে আঁতাত করেছে, এমন প্রমাণ বিশেষ কৌসুলি পাননি।’

তবে প্রতিবেদনের সংক্ষিপ্তসারে, ট্রাম্প প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কিনা তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ট্রাম্প টুইট করেছেন, কোনো আঁতাত হয়নি, কোনো অন্তরায় তৈরি করা হয়নি।

রবিবার ট্রাম্প বলেছেন, ‘এটা এ দেশের জন্য লজ্জার যে এমন একটা ব্যপার হলো এবং পুরো তদন্তকে তিনি অবৈধ দাবী করে বলেন যে তা ব্যর্থ হয়েছে।’

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। অভিযোগ, রুশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রপাগান্ডা ও সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে ট্রাম্পকে জেতানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: