
আন্তর্জাতিক ডেস্ক: মমতার পরাজয় ‘নিশ্চিত’ তাই তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলার ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। লোকসভা নির্বাচন উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের সভা থেকে এ আহ্বান জানান তিনি। ভোটে জিতলে পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি তৈরি করে কথিত অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এনডিটিভি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশে বিজেপির কেন্দ্রীয় সভাপতি বলেন ‘বাংলায় সিন্ডিকেট সন্ত্রাস চলে। সাংসদও রেহাই পান না। পশ্চিমবঙ্গের মাটি অনুপ্রবেশকারীদের দখলে, মানুষের উপর নেমে এসেছে সন্ত্রাস। তৃণমূলকে উখড়ে ফেলার সময় এসেছে। মমতাদি আপনার সময় শেষ। বাংলায় এবার পদ্মফুল ফুটবে।’
উল্লেখ্য, গেরুয়া শিবির নামে পরিচিত বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল।
অমিত শাহ বলেন, ‘শিক্ষার্থীদের উর্দু পড়িয়ে দিচ্ছেন। তৃণমূল সরকার ইমামদের ভাতা দেয়। আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু পুরোহিতদেরও অর্থ সাহায্য করুন। মাদ্রাসার জন্য চার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষার জন্য অতটাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়নি।’
বিজেপি বাংলায় ২৩ টি আসন জিতলে অনুপ্রবেশকারীদের বের করা হবে বলে ঘোষণা দেন অমিত শাহ। শরণার্থীদের উদ্দেশে বিজেপি সভাপতি বলেন, ‘সব হিন্দু শরণার্থীরই জায়গা হবে এখানে। তবে নাগরিকপঞ্জি পশ্চিমবঙ্গেও আনা হবে। অনুপ্রবেশকারীদের থাকতে দেয়া হবে না।’
আপনার মূল্যবান মতামত দিন: