
আন্তর্জাতিক: মা, নাকি অন্য কিছু ? মা কি কখনও পারেন নিজের মেয়েকে ধর্ষণে টেলে দিতে? নিশ্চয় না। বরং একজন মা নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে রক্ষা করেন। কিন্তু তেমন এক ডাইনির সন্ধান পাওয়া গেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর এলাকায়। তাও আবার মেয়েটি তিন বছরের শিশুকে। কিন্তু ওই মা তাই করেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ-১৮ জানায়, তিন বছর বয়সী নিষ্পাপ ওই শিশুটির উপর টানা দশদিন যৌন নির্যাতন চালায় তার মায়ের প্রেমিক আর প্রেমিকের এক বন্ধু ৷ আর ঘটনাটি ঘটেছে ওই শিশুর মায়ের সম্মতিতেই ৷ এ তথ্য জানাজানি হলে, হৈচৈ পড়ে যায় গোটা এলাকায়৷
এরইমধ্যে ওই অভিয়োগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে শিশুর মাকে৷ তিনজনের বিরুদ্ধে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেসেন্স (পকসো) আইনে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ মার্চ থেকে শিশুটিকে নিয়ে হঠাৎ করে নিখোঁজ হন ওই নারী। দু’দিন পর তার স্বামী স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই নারীর বাবার বাড়িতেও সন্ধান চালায়। কিন্তু, সেখানেও ওই নারী ও শিশুটির খোঁজ মেলেনি।
গত ২৬ মার্চ মেয়েকে নিয়ে বাড়ি আসেন ওই মা। কিন্তু ফেরার তিন দিনের মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।
এ ঘটনায় পুলিশ শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করে। নিজের দোষ স্বীকার করেন ওই নারী। এরপরই তার প্রেমিক ও প্রেমিকের বন্ধুকে আটক করে পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: