ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এমবাপেকে এক হাজার গোলের বর দিলেন পেলে

Akbar | প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ১৫:১৮

Akbar
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ১৫:১৮

ক্রীড়া: কিলিয়ান এমবাপের পক্ষে এক হাজার গোলের কীর্তি স্পর্শ করা সম্ভব। এমন কথা ফ্রান্সের তারকাকে বলে দিলেন স্বয়ং ফুটবল কিংবদন্তি পেলে।

৭৮ বছরের ব্রাজিলীয় কিংবদন্তি তার ফুটবল জীবনে এক হাজার গোল করেছেন। তিনি নিজেও এমনটাই দাবি করেন। সেখানে ফ্রান্সের এবারের রাশিয়া বিশ্বকাপ জয়ের প্রধান নায়ক এমবাপে এখনো পর্যন্ত মাত্র ১০৩ গোল করেছেন। তার মধ্যে ৯২টি ফুটবল প্রতিযোগিতার উচ্চ স্তরে।

কিন্তু একটি অনুষ্ঠানে প্যারিস গিয়ে পেলে বলেছেন, আমি ১,০২৫টি গোল করেছিলাম। ওর পক্ষে এক হাজার গোল করা সম্ভব। অনুষ্ঠানে এমবাপেও ছিলেন।

গত বছর রাশিয়া বিশ্বকাপে পেলের পরে প্রথম টিনএজার হিসেবে ফাইনালে গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন এমবাপে। ফ্রান্স সেই ফাইনালে ৪-২ হারায় ক্রোয়েশিয়াকে। পেলের মন্তব্য শুনেই অবশ্য এমবাপে বলে দেন, তার পক্ষে কখনোই কিংবদন্তির এক হাজার গোলের কীর্তি স্পর্শ করা সম্ভব নয়। প্লে স্টেশনের গোল ধরলেও আমার পক্ষে এক হাজার গোলে পৌঁছনো সম্ভব নয়।

প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) ২০ বছরের ফরোয়ার্ড বলেন, আমরা সকলেই হয়তো কাছে যাওয়ার চেষ্টা করব এবং কেরিয়ারের শেষে সকলেই অনেক পিছনে পড়ে থাকব।

চলতি মরসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি গোল করেছেন এমবাপে। এর মধ্যে লিগ ওয়ানে ২৪ ম্যাচে করেছেন ২৭ গোল।

১৯৬২ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সময় পেলের বয়স ছিল মাত্র ২১। এমবাপেও মন্ত্রমুগ্ধের মতো বলে গেলেন, ফুটবলে একজনই রাজা ছিল। একজনই রাজা থাকবে। তিনি আমাদের মধ্যে আছেন আজ। আমি শুধুই কিলিয়ান। চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে ক্লাব এবং জাতীয় দলকে সাহায্য করে যেতে।

পেলের সঙ্গে তুলনায় যে তিনি আহ্লাদিত, তা গোপন করেননি। কিন্তু তারপরেই তার স্বীকারোক্তি, তুলনাটা শুনতে দারুণ লাগছে ঠিকই কিন্তু আমিও জানি উনি যা সব করে দেখিয়েছেন, আমি কখনো পারব না। আমি শুধু পিএসজি ও ফ্রান্সকে সাহায্য করে যেতে চাই।

এমবাপের সঙ্গে কিংবদন্তি পেলের তুলনা শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপ থেকেই। সব মিলিয়ে চারটি গোল করেছিলেন তিনি। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে তার দুর্ধর্ষ খেলা দেখে ফুটবল বিশ্ব টিনএজার পেলের ছায়া দেখতে শুরু করে। এমবাপে যদিও বলে দিচ্ছেন, পেলে যখন খেলছিলেন, তিনি ভাবেননি যে, আমাকে বিশ্বের সেরা ফুটবলার হতে হবে। উনি খেলাকে উপভোগ করতে চেয়েছিলেন, দেশ এবং ক্লাবকে ম্যাচ জেতায় সাহায্য করার কথা ভেবেছিলেন।

তিনি আরো বলেন, আমি চাই পিএসজি ও ফ্রান্সকে সাহায্য করতে। তারপর লোকেই বলবে, কে সেরা। সকলে বলেন, পেলেই সেরা। যিনি সেরা, তাঁকে বলতে হয় না।’’

ব্রাজিলের স্যান্টোসেই খেলার জীবনের বেশির ভাগটা কাটিয়েছেন পেলে। কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসে খেলেছেন। এমবাপেকে নিয়ে বার বার শোনা যাচ্ছে, তিনি পিএসজি ছেড়ে অন্যত্র চলে যেতে পারেন।

পেলে তাকে বলেছেন, বেশি গোল করতে গেলে সেরা দলগুলোতে খেলতে হবে।

এদিকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ব্রাজিলের ফুটবল মহারাজ অসুস্থ হন। এ সময় স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার মুখপাত্র।

পেলের মুখপাত্র পেপিতো ফরমসের বরাতে সিএনএন জানিয়েছে, হাসপাতালে নেয়ার পর ‘কালো মানিক’ খ্যাত এই কিংবদন্তির ইউনারি ট্রোক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। এখন কিছুটা সুস্থ অনুভব করছেন তিনি। আগামী দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়া দেয়া হতে পারে তাকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা





আপনার মূল্যবান মতামত দিন: