ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গলফার সৃষ্টিতে বঙ্গবন্ধু কাপ গলফ দেশে আরো বেশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯ ১৯:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯ ১৯:৫৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ দেশে আরো বেশি আন্তর্জাতিক গলফার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুর্মিটোলা গলফ ক্লাবে ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশ থেকে আরো বেশি আন্তর্জাতিক মানের গলফার বেড়িয়ে আসবে।’
মন্ত্রী বলেন, ইতোমধ্যেই বেশ কয়েকজন গলফার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। এ টুর্নামেন্ট ভবিষ্যতে বাংলাদেশে আরো বেশি আন্তর্জাতিক মানের গলফার তৈরী করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি এশিয়ান ট্যুর কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।
কুর্মিটোলা গলফ ক্লাব দেশের সর্ববৃহত এ টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ আয়োজন করে। এশিয়ান ট্যুর হিসেবে ২০১৫ সালে প্রথমবার বাংলাদেশে এ টুর্নামেন্ট শুরু হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এ বছর এ টুর্নামেন্টের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন।’



আপনার মূল্যবান মতামত দিন: