
ক্রীড়া: ক'দিন ধরেই বর্ণবাদ নিয়ে উত্তপ্ত ইউরোপীয় ফুটবল অঙ্গণ। ইতালিয়ান লিগ সিরি আ'য় ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচে য়্যুভেন্তাসের ফরোয়ার্ড ময়েজ কিন বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর থেকে আবারও আলোচনায় বিষয়টি।
ইয়া ইয়া তোরে - রাহিম স্টার্লিংদের মতো ফুটবলাররাও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এরই মধ্যে স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন ইউরোপীয় ফুটবলের অভিভাবকরা।
এবার মুখ খুললেন ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনিও। দেশটির ঘরোয়া ফুটবলে দিনকে দিন প্রকোট হয়ে ওঠা এই সমস্যা শক্ত হাতে দমনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।
তার সুরে গলা মিলিয়েছেন য়্যুভেন্তাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও। এমন ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন তিনি। বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পেছনে কিনেরও দায় আছে, সতীর্থ বোনুচ্চির করা এমন মন্তব্যেও চটেছেন অ্যালেগ্রি।
ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, বর্ণবাদ কোনোভাবেই মেনে নেয়া যায়না। বোনুচ্চির মন্তব্যে সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ঐ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: