odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

লর্ডসে খেলবে আফগানিস্তান

Admin 1 | প্রকাশিত: ৮ April ২০১৭ ২০:০৪

Admin 1
প্রকাশিত: ৮ April ২০১৭ ২০:০৪

নিজেদের ক্রিকেট ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। ক্রিকেটে তীর্থভূমি লর্ডসে খেলবে আফগানরা। এমসিসি’র বিপক্ষে আগামী ১১ জুলাই ৫০ ওভারের ম্যাচ খেলবে আফগানিস্তান। এমসিসি’র অধিনায়কত্ব করবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত দল আফগানিস্তান। বড় বড় দলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইন্টারকন্টিনেন্টাল কাপের টেবিলের সবার উপরে আছে আফগানিস্তান। আগামী বছরই টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে তারা। এর আগে আগামী জুলাইয়ে লর্ডসের মাটিতে অভিষেক হবে আফগানিস্তানের।
এমসিসি’র সভাপতি ও ইংল্যান্ডের সাবেক ওয়ানডে অলরাউন্ডার ম্যাথু ফ্লেমিং বলেন, ‘আগামী গ্রীষ্মে আমরা আফগানিস্তানকে স্বাগত জানাবো। আফগানিস্তান ক্রিকেটে বড় এক অর্জন হতে যাচ্ছে এটি এবং এমসিসি শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিন্দন্দ্বিতা করবে। আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে এই সফর দারুন কাজে দিবে।’



আপনার মূল্যবান মতামত দিন: