
মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানার অন্তর্গত সকল ওয়ার্ডকে শক্তিশালী, গতিশীল, সুশৃঙ্খল ও পুর্নগঠন করার লক্ষে বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়। যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে ও সহ-সভাপতি খোরশেদ মাসুদের পরিচালনায় সহ-সভাপতি কামাল উদ্দিন খান, মিজানুর রহমান বকুল প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, আমাদের যুব সমাজ জাতির আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে যুবসমাজ অগ্রণী এবং সাহসী ভূমিকা পালন করতে পারে।
‘৫২-তে, ‘৫৪-তে, ‘৬২-তে, ৬৬-তে,‘৬৯-এ, ‘৭১-এ এবং ‘৯০-এর উত্তাল দিনে দেশবাসীকে তারা আশা দিয়ে, ভরসা দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে এবং প্রতিভা দিয়ে, প্রেরণা জুগিয়েছে।
জাতির আপদকালীন বিভিন্ন সময়ে তারা যে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে তা অনুকরণ ও অনুসরণযোগ্য। সম্প্রতি সময়ে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা সরকারকে খতিয়ে দেখতে হবে।
একই সঙ্গে বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে।
ইসমাইল চৌধুরী সম্রাট আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গত দশ বছরে দেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন। দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। আমাদের দায়িত্ব যুবকদের সংগঠিত করে রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে আরো বেশি শক্তিশালী করা।
তিনি বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আমরা ওয়ার্ড গুলোকে ঢেলে সাজানো উদ্যোগ নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী যে গতিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই গতিতেই আমাদের চলতে হবে। যেসব ওয়ার্ডে কমিটির মেয়াদ উত্তীর্ন হয়েছে, দায়িত্বপ্রাপ্ত নেতারা তুলনামুলক সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেসব কমিটি ভেঙ্গে নতুন নেতৃত্ব তুলে আনা হবে। অপর দিকে
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের উদ্যেগে
রাজধানী ঢাকার ওয়ারী থানার, " ফকির চান কমিউনিটি সেন্টারে " আজ বিকাল ৪ টায় একই উদ্যেশ যুব সমাবেশের আয়োজন করা হয়।
কোতয়ালী, সুত্রাপুর, বংশাল, গেনডারিয়া, ওয়ারী থানার অন্তর্গত ১৫ টি ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কমিটিগুলো , শক্তিশালী, গতিশীল, ও পূনর্গঠন করার লক্ষ্যে আয়োজন করা হয় এ কর্মীসমাবেশের। উক্ত যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের সিনিয়র সহ- সভাপতি: জনাব মাইনুদ্দিন রানা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের অন্যতম সহ - সভাপতি : মুহাম্মদ মাহবুবুর রাহমান পলাশ, ও জনাব আলি আকবর বাবুল,
বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক: জামাল হোসেন ও মাকসুদুর রহমান, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ্জামান ও উপ সম্পাদক খন্দকার রিয়াজ উদ্দিন ফালান,সহ সম্পাদক শ্রী হরেন নন্দী, সদস্য, এম আর মিঠু ও তপু
প্রধান অতিথীর বক্তব্যে
মাইনুদ্দিন রানা বলেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের ১০ লক্ষ যুবকের অভিবাবক যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর যুগোপযোগী সিদ্দধান্ত ঢাকা মহানগর দক্ষিন এর ২২ টি থানার ৭৫ টি ওয়ার্ড কে, সু-সংগঠিত করার লক্ষ্যে যুবলীগের সকল ওয়ার্ড, পূর্ণগঠন করতে এবং দলে যেন সুবিধা ভোগীরা বিশৃঙ্খলতা করতে না পারে
সেদিকে লক্ষ রেখে পদ প্রত্যাশীদের বায়োডাটা আগামী এক সপ্তাহের মধ্যে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করে। বায়োডাটায় সুনির্দিষ্ট কিছু বিষয়ে উল্লেখ করতে বলেন মাইনুদ্দিন রানা তার মধ্যে পদ পত্যাশীদের পারিবারিক, সমাজিক ও রাজনীতিতে সংযুক্ত হওয়ায় বিষয়টি বিশদভাবে লিখিত দিতে বলা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: