odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

সৌদিতে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ

Akbar | প্রকাশিত: ২৪ April ২০১৯ ১৩:১৫

Akbar
প্রকাশিত: ২৪ April ২০১৯ ১৩:১৫

আন্তর্জাতিক,২৪ এপ্রিল(অধিকারপত্র): সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত থাকার দায়ে সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। দেশটির আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) অভিযুক্তদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

তবে ঠিক কোন ধরনের অপরাধে তাদের শিরশ্ছেদের মত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর সুনির্দিষ্ট কোন তথ্য সৌদি আরবের কর্তৃপক্ষ উল্লেখ করেনি।

সৌদি আরবের তরফ থেকে বলা হয়েছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

চলতি বছরেই দেশটি এ নিয়ে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করেছে। এর আগে গত বছর দেশটিতে অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।

বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবের এমন আইনের কড়া সমালোচনা করে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন: