_1-2019-04-24-13-16-26.jpg)
আন্তর্জাতিক,২৪ এপ্রিল(অধিকারপত্র): শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও গির্জায় একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা নিহতের সংখ্যা বৃদ্ধির কথা প্রকাশ করলেও বিস্তারিত আর কিছু জানাননি।
গত রোববার ইস্টার পরবের দিন দেশটির তিনটি গির্জা ও চারটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা হয়। মঙ্গলবার পর্যন্ত নিহত ৩২১ জন ও আহত প্রায় ৫০০ জন ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার এ হামলায় দায় স্বীকার করেছে আইএস। তবে দলটি নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।
হামলার আগে ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, হামলাকারীরা দলের নেতা আবু বকর আল-বাগদাদীর কাছে আনুগত্যের শপথ নিচ্ছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ভিডিওতে দেখানো হয়েছে ৮ জন হামলাকারী দাঁড়িয়ে রয়েছে। এর পর তারা একে অন্যের হাত ধরে আনুগত্যের শপথ নেয়।
খবরে বলা হয়, সিরিয়ার খিলাফত ঘোষণার পর থেকে বিগত ৫ বছরে লোকালয়ে কেউ বাগদাদীকে সরাসরি এখন পর্যন্ত দেখতে পায়নি।
এর আগে গত রোববার শ্রীলঙ্কার সেই ভয়াবহ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে আইএস।
সিরিয়া ছাড়া অন্য দেশে করা হামলাগুলোর মধ্যে শ্রীলঙ্কার হামলাটিকে দলটির এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: