ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
দাম বেশি আদায় করতে সাদা পোয়া মাছে মেশানো হয় লাল রং!

ওজন বাড়াতে সিরিঞ্জে জেলি ভরে তা ঢোকানো হয় গলদা চিংড়ির শরীরে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯ ১৪:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯ ১৪:৪৫

ওজন বাড়াতে সিরিঞ্জে জেলি ভরে তা ঢোকানো হয় গলদা চিংড়ির শরীরে। অন্যদিকে দাম বেশি আদায় করতে সাদা পোয়া মাছে মেশানো হয় লাল রং!
ক্রেতা ঠকাতে মাছ বিক্রেতাদের এমন কাণ্ড ধরা পড়লো মাছের বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযানে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নগরের ফিশারি ঘাট মাছ বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফিশারি ঘাট মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় চিংড়িতে জেলি, পোয়া মাছে রং এবং জাটকা বিক্রির অপরাধে ৩ মাছ বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে জেলি মিশ্রিত ২৫ কেজি চিংড়ি, ক্ষতিকর রং মিশ্রিত ৪৫ কেজি পোয়া মাছ এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ ড্রেনে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে।

নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

অভিযানে মৎস্য পরিদর্শক হিরন মিয়া, উপ-সহকারী পরিচালক সৈকত শর্মা এবং পুলিশের সদস্যরা অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: