odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

আয়ারল্যান্ডের উদ্দেশ্য দেশ ছাড়ল টাইগাররা

Akbar | প্রকাশিত: ১ May ২০১৯ ১২:৫২

Akbar
প্রকাশিত: ১ May ২০১৯ ১২:৫২

ক্রীড়া, ১ মে(অধিকারপত্র):আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশে ক্রিকেট দল। বুধবার বেলা ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফি বিন মর্তুজার দল।

ফ্লাইটটি দুবাইয়ে যাত্রাবিরতি নেবে। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবে টাইগাররা। খেলোয়াড়দের সঙ্গে আছেন টিম ম্যানেজার ও কোচিং স্টাফরাও।

প্রায় আড়াই মাসের দীর্ঘ সফরে বের গল বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজ শেষেই ইংল্যান্ডে চলে যাবে দল। বিশ্বকাপে আগে ৫-৬ দিন সময় পাওয়া যাবে। এ সময় কেউ চাইলে অবশ্য দেশে আসতে পারবেন স্বল্প সময়ের জন্য।

আজ ত্রিদেশীয় স্কোয়াডের ১৭ জন ক্রিকেটার যাচ্ছেন একসাথে। সাকিব আল হাসান সন্ধ্যা পরিবার নিয়ে পৃথকভাবে যাবেন। এদিকে ফরহাদ রেজা গতকাল মধ্য রাতেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

৫ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯ : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯ : বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯ : আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।

১৭ মে ২০১৯ : ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।



আপনার মূল্যবান মতামত দিন: