odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬
শুক্রবার কাকরাইলের যুবজাগরন অফিসে

যুব বন্ধু সম্রাটের মায়ের সুস্থতা কামনায় দোয়া

odhikar patra | প্রকাশিত: ২৫ May ২০১৯ ০১:০২

odhikar patra
প্রকাশিত: ২৫ May ২০১৯ ০১:০২

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মায়ের সুস্থ কামনা করে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার কাকরাইলের যুবজাগরন অফিসে, ঢাকা ৪ ও ৫ আসনের যুবলীগ নেতাকর্মীরা ইফতার ও দোয়ার আয়োজন ককরে। ইফতারে যুবজাগরন অফিসের ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন এবং ইসমাইল চৌধুরী সম্রাটের মা সাহেরা খাতুন এর আশু রোগমুক্তি জন্য, দেশবাসীর এবং প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করা হয়।
উল্লেক্ষ্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সংগ্রামী সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর
রত্নগর্ভা মা সায়েরা খাতুন গত বৃহঃ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে গত বৃহস্পতিবার (সি সি ইউ) ভর্তি হন। তারই পরিপেক্ষিতে, সায়েরা খাতুন ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর দক্ষিন সহ -সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক এদাদুল হক এমদাদ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতা আঃ রহমান, সায়েম, নুরুল হক নেরু সার্বিক ভাবে সহযোগিতা করে।



আপনার মূল্যবান মতামত দিন: