ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
এরশাদকে রংপুরে দাফন করতে

এরশাদকে রংপুরে দাফন করতে রওশন এরশাদের অনুমতি

gazi anwar | প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯ ১৮:১৬

gazi anwar
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯ ১৮:১৬

 

 সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরে দাফন করতে তার স্ত্রী বেগম রওশন এরশাদ এমপি অনুমতি দিয়েছেন। রংপুরেই এরশাদকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, এরশাদের প্রতি রংপুরের গণমানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতাবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে রংপুরেই দাফন করতে অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ।
হুসেইন মুহম্মদ এরশাদের কবরের পাশে বেগম রওশন এরশাদের কবরের জন্য জায়গা রাখতেও অনুরোধ জানিয়েছেন রওশন।
রওশন এরশাদ বলেন ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি রংপুরের মানুষের ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাদের আবেগ ও অনুরাগেই রংপুরে পল্লীবন্ধুকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: