
নড়াইলের বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম কামুজ্জামানকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। আহত প্রধান শিক্ষক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় আবদুর রাজ্জাক মোল্লাকে আসামি করে থানায় প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা করেছেন। আবদুর রাজ্জাক মোল্লা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও কোটাকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আবদুর রাজ্জাক বলেন, ‘বৈশাখী আয়োজনে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছিল। তাদের জন্য প্রধান শিক্ষকের কাছে টাকা চেয়েছিলাম। তিনি রাগান্বিত হওয়ায় হাতাহাতি হয়েছে।’ বিদ্যালয়ের গণিতের শিক্ষক অনুপ দাস বলেন, ‘প্রধান শিক্ষককে মারধরের বিচার দাবিতে বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন।’ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে। থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি পলাতক রয়েছেন। প্রসঙ্গ, বিদ্যালয়ে পহেলা বৈশাখের আয়োজন উপলক্ষে আবদুর রাজ্জাক মোল্লাকে ১০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় বুধবার বিকালে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করে।
-উজ্জ্বল রায়, নড়াইল.
আপনার মূল্যবান মতামত দিন: