odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

মুসলিম মন্ত্রীদের পুনরায় শ্রীলংকার কেবিনেটে যোগদান

gazi anwar | প্রকাশিত: ৩০ July ২০১৯ ২১:৪২

gazi anwar
প্রকাশিত: ৩০ July ২০১৯ ২১:৪২

 

 

 শ্রীলংকায় কেবিনেটে মুসলিম মন্ত্রীরা পুনরায় যোগ দিয়েছেন। ইস্টার সানডে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এসব একযোগে মন্ত্রী পদত্যাগ করেন। ইসলামি জঙ্গীদের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই পুলিশের এ রিপোর্টের পর তারা কেবিনেটে যোগ দিলেন। মঙ্গলবার কর্মকর্তরা এ কথা জানান।
গত ২১ এপ্রিল দেশটির তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেল হামলায় ২৫৮ জন নিহত হয়। এ ঘটনায় স্থানীয় জিহাদী গ্রুপের সঙ্গে জড়িত প্রায় ১শ লোককে গ্রেফতার করা হয়।
একজন বৌদ্ধ আইনপ্রণেতা সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ততার অভিযোগে নয়জন আইনপ্রণেতাকে বরখাস্তের দাবি করেন। কিন্তু জুনের প্রথম দিকে তারা নিজেরাই পদত্যাগ করেন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রীও ছিলেন।
প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পদত্যাগ করা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সকলেই কালরাতে প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছেন।
এদিকে মুসলিম নেতৃবৃন্দের অভিযোগ ইস্টার সানডেতে হামলার পর থেকে তারা নানা ধরণের সহিংসতা, ঘৃণা ও হয়রানির শিকার হচ্ছেন।
দেশটির দুই কোটি ১০ লাখ লোকের মধ্যে ১০ শতাংশ মুসলিম।



আপনার মূল্যবান মতামত দিন: