ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত

gazi anwar | প্রকাশিত: ১ আগস্ট ২০১৯ ২১:১৯

gazi anwar
প্রকাশিত: ১ আগস্ট ২০১৯ ২১:১৯

 

 

ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছে। আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার মার্কিন গণমাধ্যম এ খবর প্রকাশ করে। খবর এএফপি’র।
এনবিসি নিউজে বলা হয়েছে, তিনজন মার্কিন কর্মকর্তা হামজা বিন লাদেন মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। তবে কবে কোথায় সে মারা গেছে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি।
দ্য নিউ ইয়র্ক টাইম্স দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে যে, গত দুই বছরের মধ্যে কোন এক অভিযানে সে নিহত হয়েছে। ওই অভিযানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল।
তবে ওভাল অফিসে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি’র রিপোর্টটি নিশ্চিত বা অস্বীকার কোনটাই করেননি।
তিনি বলেছেন “আমি এবিষয়ে কোনো মন্তব্য করতে চাইনা।”
উভয় রিপোর্ট থেকেই ধারণা করা হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হামজার মাথার মূল্য ১০ লাখ মার্কিন ডলার ঘোষণার আগেই তাকে হত্যা করা হয়েছে।
হামজা (৩০) ওসামা বিন লাদেনের ২০ সন্তানের মধ্যে ১৫তম। সে লাদেনের তৃতীয় স্ত্রীর ছেলে।



আপনার মূল্যবান মতামত দিন: