odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

অপরাধীকে ধরতে পুলিশের অভিযান, ক্রোয়েশিয়ায় গুলি করে ৬ জনকে হত্যা।

gazi anwar | প্রকাশিত: ২ August ২০১৯ ১৯:০৪

gazi anwar
প্রকাশিত: ২ August ২০১৯ ১৯:০৪

 

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে এক বাসায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ বর্বর হত্যাকান্ডের ঘটনায় জড়িত অপরাধীকে গ্রেফতারে পুলিশ বৃহস্পতিবার জোরালো অভিযান শুরু করেছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের একজনের সাবেক স্বামী ছিল। সে তার স্ত্রীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যা করে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, নগরীর দক্ষিণের কজ্জারিকায় ওই বাসার ভিতর থেকে গুলির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা জরুরি সংকেত বাজায়।
বিবৃতিতে আরো বলা হয়, স্থানীয় লোকজন বাসাটি বন্ধ করে দিয়েছে এবং হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
জাগরেব পুলিশ প্রধান মার্কো রসিকা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে।
তিনি আরো জানান, ওই একই বাসায় একেবারে অক্ষত অবস্থায় আরেক শিশুকে উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: