ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাড়ি দুর্ঘটনায় কায়রোতে ১৯ জন নিহত

odhikar patra | প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯ ১৭:৪৮

odhikar patra
প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯ ১৭:৪৮

 

  মিশরের রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার একথা জানায়।
সূত্র জানায়, রোববার মধ্যরাতের আগে কায়রোর কেন্দ্রস্থলে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের সামনে দ্রুত গতির একটি গাড়ি অন্য আরো তিনটিকে ধাক্কা দিলে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং গাড়িগুলোতে আগুন ধরে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ এক সংবাদ সম্মেলনে বলেন, আহতদের মধ্যে তিন চারজনের অবস্থা সংকটাপন্ন। আগুনে তাদের শরীর নানা মাত্রায় পুড়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় জলন্ত গাড়ির ছবি পোস্ট করা হয়েছে। ক্যান্সার ইনস্টিটিউট থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।
মিশরের প্রসিকিউটর জেনারেল দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: