
সিরিয়ায় শরণার্থীবাহী গাড়ি বহরে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছে। বহরে করে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত শহরগুলোর বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।
এতে বাসগুলো ধ্বংস ও গাড়িগুলোতে আগুন ধরে যায় এবং শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়। বহরটি আলেপ্পোর কাছে বিদ্রোহী অধিকৃত এলাকার কাছে অপেক্ষা করছিল।
বিদ্রোহীদের দখলকৃত শহরগুলোতে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা রয়েছে।
তবে পরে উভয়পক্ষের বহরগুলোই নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
সরকার নিয়ন্ত্রিত ফোয়াহ্ ও কেফরায়া এবং বিদ্রোহী অধিকৃত মাদায়া ও জাবাদানি শহরগুলোর বেসামরিক লোকদের দুর্ভোগ লাঘবে ইরান ও কাতারের মধ্যস্থতায় ‘চার শহর’ চুক্তি হয়েছে।
প্রায় ২০ হাজার অবরুদ্ধ মানুষকে চুক্তিটির আওতায় অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত শহরের ৫ হাজার ও বিদ্রোহী অধিকৃত শহরের ২ হাজার ২শ’ বেসামরিক লোক রোববার গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষমান রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: