odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

হজ একজন প্রেসিডেন্টের

odhikar patra | প্রকাশিত: ২০ August ২০১৯ ০০:১১

odhikar patra
প্রকাশিত: ২০ August ২০১৯ ০০:১১

একজন প্রেসিডেন্টের হজ! 

 

ইনি হলেন আলেসানে ওয়াতারা, আইভরি কোস্টের প্রেসিডেন্ট। এবার তিনি হজে গেছেন। তাকে এইভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই।

সৌদি বাদশাহ তাকে অতিথি হিসাবে ট্রিট দিতে চেয়েছিলেন, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। উনি নিজের আয়ে, নিজের খরচে সাধারণ মানুষের মতো হজ করতে চেয়েছেন। আর সেটাই উনি করেছেন।

এই ছবিতে, তিনি তার সঙ্গী এবং তার জনগণ যারা নিজের টাকায় হজ সম্পন্ন করেছেন তাদের সাথে বিশ্রাম নিচ্ছেন।

আল্লাহ রাব্বুল উনার এবং উনার সহযোগীদের হজ কবুল করুন।

(ফেসবুক থেকে সংগৃহীত)



আপনার মূল্যবান মতামত দিন: