ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

'পাকিস্তানি চর' ভারতীয় সেনাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সীমান্তে আটক

odhikar patra | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১১

odhikar patra
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১১

রাজস্থানের বারমার থেকে এক পাকিস্তানি গুপ্তচরকে আটক করল বিএসএফ। জানা গিয়েছে, বারমারের কাছে সীমান্ত পার করে ভারতীয় সেনা ও বিএসএফের তথ্য সংগ্রহ করে পাকিস্তানি সেনাদের সাহায্য করছিল।

 
ধৃত পাকিস্তানি গুপ্তচরের নাম কিশোর। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, হামাগুড়ি দিয়ে সীমান্ত পার হওয়ার সময় সে হাতেনাতে ধরা পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের হাতে প্রথমে ধরে পড়ে সে। পরে তাকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
ei samay


জেরায় কিশোর জানিয়েছে, এক মামা পাকিস্তানের গুপ্তচরের এজেন্সির সঙ্গে যুক্ত। সেই তাঁকে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষীদের তথ্য সংগ্রহ করতে ভারতে পাঠানো হয়েছে। সে এও জানিয়েছে, পাকিস্তানের খোখরাপার শহরে ট্রেনে করে এখানে এসেছে। পাকিস্তানের সেনারাই তাকে সীমান্ত পেরোতে সাহায্য করেছে
ei samay
ধৃত কিশোর

ধৃত পাকিস্তানি গুপ্তচরকে তিনদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাই বলছে, সেটাই এখন রেকর্ড করে রাখা হচ্ছে। কারণ, পরে সে স্টেটমেন্ট বদল করে দিতে পারে।
প্রসঙ্গত, কিশোরের পড়নে ছিল সবুজ রঙা কাপড়। জঙ্গলে নিরাপত্তা রক্ষীদের চোখে দুলো দিতেই এই কাপড় ব্যবহার করেছিল সে।


আপনার মূল্যবান মতামত দিন: