ঢাকা | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লেবাননে পাখির জন্য বিমান চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৭ ০১:২১

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৭ ০১:২১

লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি আবর্জনা ফেলার স্থানে বহুসংখ্যক পাখির আগমন ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এর জন্য বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।

পরিবহন মন্ত্রী ইউসুফ ফেনাইনোস জানিয়েছেন, পাখির সংখ্যা বেড়ে যাওয়ায়, এখন পরিস্থিতি এমন যে, সেটি বড় ধরনের সংকট তৈরি করেছে। প্রায় এক বছর আগে রাজধানীর আবর্জনা একটি স্থানে ফেলার জন্য ঐ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার মিডিল ইস্ট এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে অবতরণের আগে বিশাল এক ঝাঁক পাখির বাঁধার সম্মুখীন হয়।

২০১৬ সালের মার্চে কোস্টা ব্রাভা নামের আবর্জনা ফেলার স্থানটি নির্মাণ করা হয়, অস্থায়ী একটা সমাধান হিসেবে। কিন্তু ঐ বছরের আগস্টে পাইলটদের ইউনিয়ন সর্তক করে দিয়ে বলে এতে করে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ইউসুফ ফেনাইনোস বিষয়টি নিয়ে কথা বলতে এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: