odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

আফগানিস্তানে বিমান হামলায় ১২ তালেবান নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ September ২০১৯ ২৩:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ September ২০১৯ ২৩:৪০


১৫ সেপ্টেম্বর ২০১৯, রবিবার

বিমান হামলায় আফগানিস্তানে ১২ তালেবান নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত সামানগান প্রদেশে তালেবান সংগঠনটির ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা নুরুদ্দিনসহ মোট ১২ জঙ্গি নিহত হয়েছেন।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রোববার এই অঞ্চলে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন।


মুখপাত্র মোহাম্মদ হানিফ রেজাই বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুদ্ধবিমানগুলো রোববার সকালে দারা-এ-সুফ পাইয়ান জেলায় তালেবান বিদ্রোহীদের একটি আস্তানা লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় সামঙ্গান প্রদেশের ভারপ্রাপ্ত তালেবান পরিচালক মাওলাই নুরুদিন সহ ১২ জন বিদ্রোহীকে নিহত হয়েছে।

তবে তালেবান জঙ্গিরা এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।



আপনার মূল্যবান মতামত দিন: