odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

আফগানিস্তানে ড্রোন হামলায় ৯ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ September ২০১৯ ১৯:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ September ২০১৯ ১৯:১৬

 

জালালাবাদ, আফগানিস্তান, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ বৃহস্পতিবার  : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে গতরাতের ড্রোন হামলায় অন্তত নয় বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানান।
জেলা গভর্নর শাসমুল হক বলেন, এছাড়া আরো ছয় বেসামরিক লোক আহত হয়েছে।
ননগড়হার পুলিশের মুখপাত্র মুবারিজ আত্তাল বলেন, আইএস জঙ্গিদের লক্ষ্য করে সম্ভবত এ হামলা চালানো হয়েছিল। কিন্তু ভুলবশত তা বেসামরিক লোকজনকে আঘাত করে।



আপনার মূল্যবান মতামত দিন: