করাচি, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার  : গতকাল শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮টি চার ও ৪টি ছক্কায় ১০৫ বলে ১১৫ রান করেন পাকিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান বাবর আজম। এই ইনিংস খেলার পথে পাকিস্তানের পক্ষে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
এক বছরে পাকিস্তানের পক্ষে দ্রুত ১হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ১৯ ইনিংসে এই রেকর্ডটি গড়লেন তিনি।
এর মাধ্যমে ৩২ বছর আগে করা দেশটির সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিঁয়াদাদের রেকর্ডটি ভেঙ্গে যায়। ১৯৮৭ সালে ২১ ইনিংসে ১হাজার রান করেছিলেন মিয়াদাদ।
চলতি বছর ১৯ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে বাবর রান করেছেন ১০৬১। ব্যাটিং গড়- ৬২ দশমিক ৪১।
এক বছরে পাকিস্তানের পক্ষে দ্রুত ১হাজার রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ইনিংস বছর
বাবর আজম ১৯ ২০১৯
জাভেদ মিয়াদাদ ২১ ১৯৮৭
মোহাম্মদ ইউসুফ ২৩ ২০০২
মিসবাহ-উল-হক ২৩ ২০১৩
সাইদ আনোয়ার ২৫ ১৯৯৬