odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় অভিযুক্ত ব্যক্তির বিচারিক আদালত সরানোর আবেদন প্রত্যাহার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ October ২০১৯ ১৪:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ October ২০১৯ ১৪:০৬

ওয়েলিংটন, ৩ অক্টোবর, ২০১৯ বৃহস্পতিবার  : নিউজিল্যান্ডের মসজিদে গত মার্চে ভয়াবহ হামলা চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি বিচারিক আদালত সরানোর আবেদন বৃহস্পতিবার প্রত্যাহার করেছে। হত্যাযজ্ঞ যে নগরীতে সেখান থেকে সে তার বিচার কার্য অন্য নগরীতে সরিয়ে নেয়ার আবেদন করেছিল। খবর এএফপি’র।
সাউথ আইল্যান্ড সিটি থেকে বিচারিক আদালত স্থানান্তর করতে অভিযুক্ত বন্দুকধারী ব্রেন্টন টরেন্টের করা আবেদন বিবেচনায় ক্রাইস্টচার্চে বিচারপূর্ব শুনানি করে উচ্চ আদালত।
কিন্তু আদালত কার্যবিবরণীর শুরুতে বিচারক ক্যামেরন ম্যান্ডার ঘোষণা দেন যে বাদী এ আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে, গত আগস্টে এ আবেদন করা হয়েছিল।
ফলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার কোন কারণ নেই।
২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিক ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যা প্রচেষ্টা চালানোর এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার ঘটনায় কোন দোষ স্বীকার করেনি।
আগামী বছররের ২ জুন ক্রাইস্টচার্চে তার বিচার কার্য শুরু করা হবে



আপনার মূল্যবান মতামত দিন: