ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘স্বল্প’ সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েন থাকবে সিরিয়ায় : ট্রাম্প

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯ ২১:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯ ২১:১১

 

ওয়াশিংটন, ২২ অক্টোবর, ২০১৯ মঙ্গলবার : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, সিরিয়ায় স্বল্প সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েন থাকবে। যদিও তুরস্ক সীমান্তবর্তী কুর্দি প্রধান এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বিতর্কিত সৈন্য প্রত্যাহারের কাজ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে মন্ত্রী পরিষদের বৈঠকে দেয়া ট্রাম্পের এ বিবৃতি সিরিয়া থেকে তিনি সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করতে চান এরআগে দেয়া তার এমন বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যা নিয়ে ইতোমধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, এসব সেনা দল ইসরাইল ও জর্ডানের অনুরোধের প্রেক্ষিতে তাদের ভূখন্ডের কাছে রয়েছে এবং তারা বিভিন্ন তেলক্ষেত্র পাহারা দিচ্ছে।
বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, কুর্দি এলাকা থেকে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করে নেয়া হলেও তেলক্ষেত্র নিয়ন্ত্রণে এসব সৈন্য ‘অন্যভাবে’ মোতায়েন রাখা হচ্ছে।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: