লন্ডন, ২৩ অক্টোবর, ২০১৯ বুধবার : লন্ডনের কাছাকাছি জায়গা থেকে বুধবার একটি ট্রাকে রাখা কনটেইনার থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহত সকলেই বুলগেরিয়ার। ব্রিটিশ পুলিশ এ কথা জানায়।
এসেক্স পুলিশ বলছে, লন্ডনের পূর্বাঞ্চলে গ্রেইসের একটি ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সকলকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
খুনী সন্দেহে নর্দার্ন আয়ারল্যান্ডের ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এসেক্স পুলিশ প্রধান এন্ড্রু ম্যারিনার এক বিবৃতিতে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। বেশ কিছু লোকের জীবনহানি ঘটেছে। কি ঘটেছে তা জানতে আমাদের তদন্ত চলছে।
তিনি আরো বলেন, আমাদের ধারণা বুলগেরিয়া থেকে লরিটি এসেছে।
ম্যারিনা বলেন, আমরা মনে করছি ট্রাকটি শনিবার হলিহেড দিয়ে ব্রিটেনে ঢুকেছে। আমরা ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে লরি ড্রাইভারকে আটক করেছি। সে পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: