ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ার সাবেক গোয়েন্দা প্রধান অভিযুক্ত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯ ১৭:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯ ১৭:০০

 

সিডনি, ২৪ অক্টোবর, ২০১৯ বৃহস্পতিবার : গোপন তথ্য অপব্যবহার করায় অস্ট্রেলিয়ার সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর কয়েক বছর আগে তদন্ত চলাকালে তার বাড়িও অভিযান চালানো হয়েছিল। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।
খবর এএফপি’র।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, স্পর্শকাতর গোপন তথ্য অপব্যবহার করার কারণে বুধবার রোজার উরেনকে আদালতের সামনে হাজির করা হয়।
তার বিরুদ্ধে প্রায় ৩০টি অভিযোগ দায়ের করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ২০১৫ সালের অক্টোবর মাসে উরেনের ক্যানবেরার বাসায় অভিযান চালায়।
উরেন ন্যাশনাল এসেসমেন্ট দপ্তরের উপ-প্রধান ছিলেন। বর্তমানে অফিসটি বন্ধ রয়েছে।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: