odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ১০ নভেম্বর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ October ২০১৯ ২১:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ October ২০১৯ ২১:৪৯

 

ঢাকা, ২৯ অক্টোবর, ২০১৯ রবিবার  : আগামী ১০ নভেম্বর সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে আজ ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আগামীকাল থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ১০ নভেম্বর সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) পালিত হবে ।
সভায় ওয়াকফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মোঃ নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মোঃ খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ জহিরুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: