হংকং, ৩ নভেম্বর, ২০১৯ রবিবার : হংকংয়ে পুলিশ শনিবার গণতন্ত্রপন্থী হাজার হাজার বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদিকে চীন হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি আরো কঠোর হওয়ার অঙ্গীকার করেছে।
সম্প্রতি মাস্ক পরা নিষিদ্ধ করা হলেও বিক্ষোভকারীদের অনেকেই তা ব্যবহার করছে। পুলিশের সাথে তাদের ঘন্টার পর ঘন্টা ধরে সংঘর্ষ চলেছে। ফলে হংকং নগরী পরিণত হয়েছে ভয়াবহ এক যুদ্ধক্ষেত্রে।
কট্টরপন্থী বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে এবং একাধিক সাবওয়ে স্টেশনে ভাঙচুর চালায়। এছাড়া তারা চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার অফিসসহ চীনাপন্থী বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে।
পুলিশ পাল্টা পদক্ষেপ হিসেবে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার এবং বেশ কিছু সংখ্যককে আটক করে।
সিনহুয়া এক বিবৃতিতে বর্বর এই হামলার নিন্দা জানিয়েছে।
এদিকে এর আগে শুক্রবার চীন হংকংয়ের প্রশাসনিক পদ্ধতির প্রতি কোন চ্যালেঞ্জকেই বরদাস্ত করবে না বলে হুঁশিয়ার করেছে। একইসঙ্গে চীনে হংকংয়ে দেশপ্রেমের শিক্ষা জোরদারের পরিকল্পনার কথা বলেছে।
কিন্তু দীর্ঘ সময়ের এই বিক্ষোভের প্রেক্ষিতে বেইজিংয়ের দিক থেকে বিক্ষোভকারীদের দাবি মানার কোন আগ্রহ এবং প্রতিবাদকারীদেরও রাস্তা ছাড়ার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা।

আপনার মূল্যবান মতামত দিন: