
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের কারণে দেশটির দু’টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে দেশটির পূর্বাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকার মানুষেরা।
এ ব্যাপারে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমর খবরে বলা হয়, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্য দু’টিতে দাবানলে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।
এ কারণে ওই দুই রাজ্যে জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এই প্রথম নিউ সাউথ ওয়েলসের দমকল কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করলো। রাজধানী সিডনিসহ রাজ্যের উত্তর ও দক্ষিণাঞ্চলেও এই সতর্কতা জারি রয়েছে।
তবে কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। কারণ, দাবানল পৌঁছে গেছে দেশটির সবচেয়ে বড় শহর সিডনিতে।
উল্লেখ্য, দুই রাজ্যে ১২০টিরও বেশি স্থানে আগুন জ্বলছে। নিউ সাউথ ওয়েলসে দাবানলে ৯ লাখ ৭০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে ১৫০টি বসতবাড়ি। অপরদিকে, কুইন্সল্যান্ডে পুড়ে গেছে নয়টি বাড়ি।
আপনার মূল্যবান মতামত দিন: