
গতরাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে হ্যাট্টিক করেন ভারতের ডান-হাতি পেসার দীপক চাহার। হ্যাট্টিকসহ ৩ দশমিক ২ ওভারে ৭ রানে ৬ উইকেট নেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সে আইসিসি টি-২০ র্যাংকিং-এ বোলারদের তালিকায় ৮৮ ধাপ এগিয়েছেন চাহার।
টি-২০ ইতিহাসে সেরা বোলিং ফিগারের স্বীকৃতি হিসেবে তাই ম্যাচ ও সিরিজ সেরা হন চাহার। পুরো সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নেন তিনি।
সোমবার আইসিসি’র প্রকাশিত সর্বশেষ র্যাংকিং-এ ৪২তম স্থানে জায়গা করে নিয়েছেন চাহার। ৫১৭ রেটিং সংগ্রহে আছে তার। সদ্যই শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে ৪ ম্যাচে অংশ নিয়ে ৬ উইকেট নিয়েছিলেন চাহার। ভারতের জার্সি গায়ে ১টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০১৮ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হয় চাহার। ১টি উইকেটও নেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: