ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ত্যাগী ও সংগ্রামী নেতারা, যুবলীগের নতুন কমিটিতে আসছে বললেন শেখ ফজলে শামস পরশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯ ০৭:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯ ০৭:০৫

 

নিউজ ডেস্ক :  রাজনীতির কঠিন পরিমন্ডলে ঢুকেই অগ্নিপরীক্ষার মুখোমুখি তিনি। কয়েকজন বিতর্কিত নেতার কারণে প্রশ্নবিদ্ধ সংগঠন যুবলীগকে গোছানোর দায়িত্ব বর্তেছে তার উপর। তিনি সংগঠনটির সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানালেন, অভিযুক্ত কেউ তার সংগঠনে জায়গা পাবে না।

শেখ ফজলে শামস পরশ বলেন, একদিকে আমি এসব বিষয়ে সচেতন এবং উদ্দীপনা কাজ করছে। আমার সুযোগ হয়েছে একটা পরিবর্তন আনার এবং কিছু করার। তিনি বলেন, রাজনৈতিক ভাবে যাদের মেধা আছে এবং অভিজ্ঞতা আছে তারা হয়তো সিস্টেমের অভাবে হয়তো সাংগঠনিক পরিচ্ছন্নতার অভাবে তারা পিছিয়ে আছে তাদরকে নির্ধারণ করতে হবে।

শেখ ফজলে শামস পরশ আরো বলেন, যাদের নামে অভিযোগ আছে তাদরকে সরে দাড়াতে হবে। অভিযুক্তদের অব্যহতি দেওয়া হবে। দলীয় ফোরামে আলাপ করে সিদ্ধান্ত নিবো কবে নাগাদ দেওয়া যায় তবে অব্যশই ত্যাগী ও সংগ্রামী নেতারা একটা জায়গায় রাখবে। সাবেক ছাএনেতারা একটা জায়গায় পাবে। ত্যাগী মনোভাব, কাজের গতি এবং দেশপ্রেম থাকলে এটাই সম্ভব।



আপনার মূল্যবান মতামত দিন: