ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ইতিবাচক রাজনীতিকেও ধাপ্পাবাজি মনে করে আ.লীগ: ফখরুল

Admin 1 | প্রকাশিত: ৮ মে ২০১৭ ০৮:৪৩

Admin 1
প্রকাশিত: ৮ মে ২০১৭ ০৮:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিবাচক রাজনীতিকেও আওয়ামী লীগ ধাপ্পাবাজি মনে করে। বিএনপি নয়, আওয়ামী লীগই প্রতি পদে ধাপ্পাবাজি করে। তারা প্রতারণা করে বারবার ক্ষমতায় এসেছে।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মিসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর কাজী বশির (মহানগর নাট্যমঞ্চ) মিলনায়তনে ওই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ১০ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ভিশন ২০৩০ তুলে ধরবেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, এটা নাকি ধাপ্পাবাজি। ইতিবাচক রাজনীতিকেও তাঁরা ধাপ্পাবাজি মনে করেন। মির্জা ফখরুল দাবি করেন, ২০০৭ সালে সেনা-সমর্থিত সরকার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বলতে শুরু করেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নাকি হাওয়া ভবন তৈরি হবে। ১৯৭২-৭৫ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগকে নাম পাল্টিয়ে ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’ রাখতে বলেছিলেন। আজকে আওয়ামী লীগ লুটপাট সমিতিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করছে।

সরকার বিএনপি-ভীতিতে ভুগছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের কথা-কর্মকাণ্ডে সারাক্ষণ বিএনপি-ভীতি।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা যাঁরা বিরোধী দলে আছি, আমরা কোনো সুযোগ-সুবিধা পাব না, তাহলে কি আহাম্মক যে সেই নির্বাচন করতে যাব? আমরা সেই নির্বাচনে যাব, যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। যে নির্বাচনে সবার সমান সুবিধা থাকবে।’

বিএনপির মহাসচিব দাবি করেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ এবং কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হয়েছিল বিএনপি সরকারের আমলে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: