
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর ৮ মার্চ তারিখে পালিত হয় এই বিশেষ দিনটি।
ইতিহাসের পাতা থেকে ভবিষ্যতের পৃথিবীতে মহিলাদের জয়যাত্রাকে তুলে ধরে এই দিন। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সমস্ত দর্শনের উর্ধ্বে গিয়ে কুর্নিশ জানানো হয় মহিলাদের কৃতিত্বকে।
এই দিনটিকে উপলক্ষ্য করেই আরও জোরদার হয়ে ওঠে মহিলাদের অধিকারের লড়াই। এই প্রেক্ষাপটে আসুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য; জেনে নেওয়া যাক এবারের থিম সম্পর্কে!
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি। আমেরিকায় প্রথমবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছিল। অবশ্য এর পিছনে একটা কারণ ছিল। বছর খানেক আগে অর্থাৎ ১৯০৮ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টির তরফে ধর্মঘট ডাকা হয়। লক্ষ্য ছিল, আমেরিকার বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত মহিলা-শ্রমিকরা যেন যথাযোগ্য সম্মান পান। অন্য দিকে, রাশিয়ার মহিলা-শ্রমিকরাও ২৮ ফেব্রুয়ারি নারী দিবস উদযাপন শুরু করেন।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের থিম হল #ChooseToChallenge। এক কথায় বলতে গেলে, এই বিশ্ব তথা যেখানে হাজার চ্যালেঞ্জ, বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গা ততটাই সচেতন ও অভিজ্ঞ। আর এই চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা থেকেই চেঞ্জ তথা পরিবর্তন আসে। এবারের থিমের মূল লক্ষ্য হল করোনা চ্যালেঞ্জ। মূলত করোনাভাইরাস উদ্ভূত চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাগুলিকে চিহ্নিত করা হয়েছে এবারের আন্তর্জাতিক নারী দিবসে। এক্ষেত্রে মহিলাদের ভূমিকার বিষয়টি নিয়েও বিশদে আলোচনা করা হয়েছে। বিশেষ করে পরিস্থিতির মোকাবিলায় যে নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হচ্ছে, সেখানে মহিলাদের কতটা ভূমিকা রয়েছে, তা দেখা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: