ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সম্রাটের জামিন বাতিল, আত্নসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২২ ২২:৫১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২২ ২২:৫১

ক্যাসিনো কাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

আদেশে আদালত জানান, আইন মেনে জামিন দেননি নিম্ন আদালত। আগামী ৭ দিনের মধ্যে সম্রাটকে বিচারিক আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে দুদকের করা রিভিশনের ওপর মঙ্গলবার (১৭ মে) শুনানি হয়। শুনানি শেষে আদেশের জন্যে বুধবার দিন ঠিক করেন আদালত। তারই ধারাবাহিকতায় এ বিষয়ে আজ আদালত আদেশ দেবেন বলে জানান আইনজীবীরা। আদেশ হলে জানা যাবে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বিচারিক আদালতের দেওয়া জামিন বহাল থাকবে নাকি বাতিল হবে।

এর আগে বিচারিক (নিম্ন) আদালতে দেওয়া জামিনের বিরুদ্ধে রিভিশন চেয়ে সোমবার (১৬ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানিতে জামিন দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন এবং বলেন মেডিকেল রিপোর্ট না দেখেই কীভাবে বিচারিক আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাটকে জামিন দিলেন। জামিন মঞ্জুর করা বিচারকের প্রতি আদালত অবমাননার অভিযোগ আনা দরকার বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এর পরে আদেশের জন্যে দিন ঠিক করেন।

এদিকে গত বুধবার (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

এটা ছিল সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে সবশেষ মামলার জামিন। এর আগে তিন মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। ফলে সব মামলায় জামিন হওয়ায় তিনি মুক্তি পান।

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেছিলেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

 



আপনার মূল্যবান মতামত দিন: