ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বিএনপির সাংবিধানিক সরকারের বিকল্প প্রস্তাব চক্রান্তমূলক: ইনু

Admin 1 | প্রকাশিত: ১৭ জুন ২০১৭ ২২:৩৮

Admin 1
প্রকাশিত: ১৭ জুন ২০১৭ ২২:৩৮

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির সাংবিধানিক সরকারের বিকল্প প্রস্তাব চক্রান্তমূলক। তিনি বলেন, আসলে এটা সাংবিধানিক সরকারের বদলে বিএনপি-জামায়াত ও খালেদার সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব। সুতরাং কাউকে সাহায্য করার জন্য কোন সরকার নির্বাচনের সময় তৈরি হবে না।
আজ দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনু এ সময় আরো বলেন, খালেদা জিয়া এবং বিএনপি যদি মনে করে বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচন হালাল হবে আর না করলে বানচাল হয়ে যাবে তা শুধু ফাঁকাবুলি। খালেদা জিয়া এবং বিএনপি নির্বাচন হালালের কোন সার্টিফিকেট দেয়ার ক্ষমতা রাখে না উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যোগদেন।



আপনার মূল্যবান মতামত দিন: