ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে : সেতুমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ৩০ জুন ২০১৭ ১৮:৪১

Admin 1
প্রকাশিত: ৩০ জুন ২০১৭ ১৮:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘এদেশের সংস্কৃতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই আমরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়নে সব রকম ব্যবস্থা গ্রহণ করবো।
আজ শুক্রবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পাঁচদিনব্যাপী ঈদ আনন্দ উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পুষ্পিত বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, শহীদ শেখ রাসেল ভাস্কর্য ও জামদানি পল্লী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, সরকার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
বৈকালিক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ এর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী আনিসা, রুমা গোপ, ছোট খালেক দেওয়ান, ওস্তাদ সোলাইমান, পীযুষ ইসলাম এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ।
বিপুলসংখ্যক দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: