odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন।

odhikar patra | প্রকাশিত: ২৭ September ২০২২ ০৫:৫২

odhikar patra
প্রকাশিত: ২৭ September ২০২২ ০৫:৫২

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে সাংবাদিকদের উপর হামলা,গাড়ি ভাঙচুর, সংবাদ সংগ্রহে বাধা, মিথ্যা মামলার শাস্তি, জেল-জরিমানা ও ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবিতে  সোমবার (২৬ সেপ্ট‌েন্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব ও মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা, সোহাগ চোকদার, আনিছুর রহমান  রলিন, লিটন মাহমুদ,তুষার আহম্ম‌েদ ,সাইদুল ইসলাম, সালমান হাসান, মোঃ ফয়সাল, নাসিমা আক্তার রিতা, রুপা বেগম, মিনহাজুল ইসলাম,মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, দ্য হেলমেট প্ল্যাটফর্মের সভাপতি রুনা আক্তার ছোঁয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এদিকে গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপি সংঘর্ষের সময় হামলার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী এবং অনেকের মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এর মধ্যে নিউজ সেভেন্টি ওয়ান ডঢ টিভির প্রতিবেদক এসডি সাকিব  পেশাগত দায়িত্ব পালনের সময় বর্বরোচিত এবং ন্যক্কারজনক হামলার শিকার। বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  হামলাকারীদের শিকার হয়েছেন।ও তার মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। হামলাকারীদের চিহ্ন‌িত  করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন  সকল সাংবাদিকগন।



আপনার মূল্যবান মতামত দিন: