odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
সিরাজদিখানে

সংখ্যালঘু পরিবারের বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ 

odhikar patra | প্রকাশিত: ১৩ October ২০২২ ০৩:১৮

odhikar patra
প্রকাশিত: ১৩ October ২০২২ ০৩:১৮

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘু পরিবারের বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে হারুন শেখদের বিরুদ্ধে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার  উত্তর নন্দন কোন গ্রামে এই ঘটনা ঘটে। এবিষয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শংকর দাস।

অভিযোগ সূত্রে জানাযায়, নন্দনকোনা গ্রামের হারুন শেখ (৪৫), সুজন শেষ (৫০), দুলাল শেখ (৬০), মানিক শেখ (১৮)সহ বেশ কয়েকজন উত্তর নন্দনকোনা গ্রামের শংকর দাসের বাড়িতে সকাল ৬টার দিকে জোর পূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করে। সেখানে শংকর দাশের স্ত্রী সূচিত্রা দাস বাধা প্রদান করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ও অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি প্রদান করে।

ভুক্তভোগী শংকর দাস বলেন, আমাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি হারুন শিখেরা একটি জাল দলিল তৈরি করে দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছিল। সে বিষয়ে আমরা আদালতে মামলা করলে তারা দুইটি মামলায় হেরে যায়। এখন আবার নতুন করে আমাদের জায়গায় তারা জোরপূর্বক ভাবে ঘাঁটি নির্মাণ করেছে। তাতে আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও তারা মারধর করে। এ বিষয়ে আমরা সেদিকে থানায় একটি লিখিত অভিযোগ করে আসছি।

অভিযুক্ত হারুন শেখ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। জায়গাটি আমার আমি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছি তারা সেখানে ঘর তুলেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুল হক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: