odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

জমে উঠেছে মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশ প্রচার -প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা 

odhikar patra | প্রকাশিত: ১৪ October ২০২২ ০৫:৩৪

odhikar patra
প্রকাশিত: ১৪ October ২০২২ ০৫:৩৪

মো.আহসানুল ইসলাম আমিন : 

তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে নির্বাচনী এলাকাগুলো প্রার্থীদের প্রচার- প্রচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভোটার ও স্থানীয়রা। তারা জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা তাদের প্রচার - প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। যেহেতু জেলা পরিষদ নির্বাচনের ভোটার স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দরা।  

প্রার্থীরা এখন ইউনিয়ন পরিষদগুলোতেই বেশি ছুটে যাচ্ছেন।  চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার সর্বত্র। হাটবাজার, চায়ের দোকান , প্রার্থীরা রাস্তাঘাটে চলার পথে সাধারণ মানুষের নিকট দোয়া প্রার্থীনা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। বর্তমানে প্রার্থীদের প্রচার প্রচারণায় আরো প্রাণবন্ত হয়ে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।  

জানাগেছে, জেলা পরিষদ চেয়ারম্যান পদে টানা দ্বিতীয় বারের মতো দলীয় আওয়ামীলীগ মনোনিত একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টসহচর, চীফ সিকিউরিটি অফিসার, সাবেক বিএলএফের প্রধান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। গত  ২৬ সেপ্টেম্বর সাধারণ সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দের প্রারম্ভে আলহাজ্ব মো. মহিউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।  

মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৬টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, সিরাজদিখান (ওয়ার্ড ১) মোহাম্মদ মান্নান হাওলাদার (টিউবওয়েল) ,এস. এম আলমগীর হোসেন (অটোরিক্সা), আলী আহাম্মদ (হাতি),মো. মাসুদ লস্কর (তালা), মির্জা মোহাম্মদ হায়দার নেকবর (ঘুড়ি), এইচ এম সাইফুল  (বৈদ্যুতিক পাখা)। শ্রীনগর (ওয়ার্ড ২) সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত এম মাহবুব উল্লাহ  লৌহজং (ওয়ার্ড ৩) , মোহাম্মদ ইদ্রিস আলী শেখ (টিউবওয়েল), মো. আলমগীর কবির খাঁন (তালা), মো. সিরাজুল ইসলাম মৃধা (হাতি) । টঙ্গীবাড়ী (ওয়ার্ড ৪), মানিক মিয়া বাচ্চু মাঝি ( বৈদ্যুতিক পাখা), আতিকুর রহমান (তালা), আলহাজ্ব আজিজুল হাসান কাইয়ুম (হাতি), এ.কে.মোহাম্মদ শরীফ উল আলম (অটোরিক্সা), কাজী আকবর হোসেন (টিউবওয়েল) । জেলা সদর (ওয়ার্ড ৫) ,আকতারুজ্জামান (তালা),মোহাম্মদ আরিফুর রহমান (টিউবওয়েল),মো.মাহমুদুল হাসান সাদি (হাতি) । গজারিয়া ( ওয়ার্ড ৬) , মোহাম্মদ মোস্তফা সারওয়ার বিপ্লব (উটপাখি),মো. সাইদুর রহমান (হাতি), মো. সাইফুল ইসলাম (তালা) । সংরক্ষিত মহিলা সদস্য পদে (ওয়ার্ড ১) হেলেনা ইয়াসমিন  দোয়াত কলম),আঁখি শাহীন ( মাইক), আছিয়া আক্তার রুমু  টেবিল ঘড়ি), নূরজাহান (হরিন), মোসা: হোসনে আরা বেগম (ফুটবল) । সংরক্ষিত মহিলা সদস্য পদে (ওয়ার্ড ২) , সালমা বেগম (দোয়াত কলম),মোরশেদাবেগম (বই), আকলিমা আক্তার (ফুটবল) ।  

এদিকে, জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যস্ততা বেড়েছে জেলা নির্বাচন অফিসে। সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারিরা জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের তথ্য হালনাগাদসহ নির্বাচনী নানাবিদ কাজে ব্যস্ত সময় পার করছেন।  

ভোটার ও স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, চায়ের দোকান থেকে শুরু করে সর্ব মহলে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন জেলা পরিষদ নির্বাচন। সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বিভিন্ন ওয়ার্ড। চায়ের কাপে সাধারণ মানুষ ঝড় তুলছেন, তাদের আলোচনায় এখন জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা যোগ্য প্রার্থীরা সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে জয়ী হয়ে আসবেন। জেলা পরিষদ নির্বাচন দিনের  দিন যতো কাছে আসছে ততোই  প্রানবন্ত হয়ে উঠছে। এই নির্বাচনে জেলার ৬টি উপজেলায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যদিও এই নির্বাচনে সাধারন নাগরিকরা কোন ভোটার নয়, তবুও এই নির্বাচনকে ঘিরে তাদের আগ্রহের কোন কমতি নেই। কোন প্রার্থীর সমর্থন কেমন , কোন প্রার্থীর কি পরিমান ভোট পাবেন এ নিয়ে তাদের মধ্যে চলে চুল ছেঁড়া বিশ্লেষন। চায়ের দোকানেও সাধারণ নাগরিকরা নির্বাচনী আলোচনায় চায়ের কাপে ঝড় তুলছেন।  

জেলা নির্বাচন অফিস সুত্রে জানায়,মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ২০ জন এবং সংরক্ষিত আসনে ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২২ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৭০৪ জন এবং নারী ভোটার ২১৮ জন। আগামী ১৭ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে এ চলবে ভোট গ্রহণ ।  



আপনার মূল্যবান মতামত দিন: