odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
সিরাজদিখানে

একই গ্রামে ২ গৃহবধুর আত্মহত্যা ।

odhikar patra | প্রকাশিত: ২৪ October ২০২২ ০৪:১০

odhikar patra
প্রকাশিত: ২৪ October ২০২২ ০৪:১০

মো: আহসানুল ইসলাম আমিন :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে একই গ্রামের ২ জন গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাজায়,  কুয়েত প্রবাসী মো.জহিরুলের স্ত্রী সুমী বেগম (২৫) নামে এক গৃহবধু  শনিবার ফোনে স্বামীর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে গভীর রাতে বাড়ির সবার অগোচর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরে  রবিবার (২৩ অক্টোবর) সকালে তার কোনা সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে সুমীর  ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।  

অপর দিকে একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে উম্মে হাবিবা (২০) মা’র সাথে অভিমান করে গেলো বুধবার ইদুরের ওষুধ খেলে স্বজনরা ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেন  রবিবার (২৩ অক্টোবর) সকালে উম্মে হাবিবা  মারা যায় । 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ  এ,কে,এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন গত বুধবার বিষ খেয়ে হাসপাতালে ভর্তি ছিল রবিবার সকালে মারা যায় ।  অন্যজন শনিবার দিবাগত  রাতে গলায় ওড়না পঁচিয় আতহত্যা করে । পারিববরিক কলহের কারনেই দুজন আতহত্যা করেছে । উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: