odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

চট্টগ্রামে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার।

odhikar patra | প্রকাশিত: ১ November ২০২২ ০৯:১৯

odhikar patra
প্রকাশিত: ১ November ২০২২ ০৯:১৯

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হোটেলের স্টাফ ঘরে নিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নজির আহম্মদ (৫২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কুমিল্লার দুর্গাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নজির আহম্মদ (৫২) কুমিল্লার নাঙ্গলকোট এলাকার নুরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলশী এলাকায় ভারতীয় দূতাবাসের উল্টো দিকে গ্রেপ্তার নজিরের একটি ভাতের হোটেল আছে। তার পাশে ওই শিশুর বাবা ভাসমান পান-সিগারেট বিক্রি করে। পার্শ্ববর্তী দোকান হওয়ায় বৃদ্ধের সঙ্গে ওই পরিবারের সকলের সু-সম্পর্ক আছে। শিশুটিও  বৃদ্ধ নজির আহম্মেদকে ‘নানা’ বলে ডাকে। আর ওই বৃদ্ধও প্রায় সময় তাকে ‘নাতিন’ বলে ডেকে কিছু খাবার-দাবার হাতে দেয়। গত ১৫ অক্টোবর দুপুর আনুমানিক ৩টার দিকে ওই শিশুকে কিছু কিনে খাওয়ার জন্য ৫ টাকা দিয়ে তার সাথে যেতে বলে। সে যেতে না চাইলে আরও টাকা এবং খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজিএমইএ ভবনের পেছনে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটি  চিৎকার করলে অভিযুক্ত বৃদ্ধ তার মুখ চেপে ধরে। পরে দরজা খুলে তাকে বাসায় যেতে বলে কাউকে কিছু বলতে বারণ করে। যদি কাউকে বলে তাহলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

খুলশী থানার এস আই মো. শাহেদ খান বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলো। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি নজির আহাম্মদ এর অবস্থান শনাক্ত করে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে আনা হয়। 

 



আপনার মূল্যবান মতামত দিন: